শিলা কি জাওয়ানি… !!

0 ১১০

পাশ দিয়ে একটা ছেলে হেটে গিয়েছে মোবাইলে লাউডলি গান শুনতে শুনতে। ছেলেটা গান শুনছিলো- ”আই এম শিলা/ শিলা কি জাওয়ানি…”!

এসব গানও মানুষ শুনে? অর্থও জানে না। কী যে নোংরা এসব গানের লিরিক। এরপরও বুঝে- না বুঝার ভান ধরে শুনে চলছে।

কেউ কিছু বলছে না। বাসা-বাড়ি, রাস্তা-ঘাটে, শপিং মলসহ যত্রতত্র চলছে আইটেম সং নামক এই নোংরামি। আগ্রাসন।

উঠতি তরুণ-তরুণীদের চরিত্র হরণ চলছে হরদম। রাষ্ট্র-সমাজ কারও কোনো দায়বদ্ধতা নেই।

অবাধে চলছে চল্লিশটিরও বেশি আগ্রাসী চ্যানেল। বাচ্চাগুলা সারাদিন কার্টুন দেখে দেখে এক-একটা কার্টুনে পরিণত হচ্ছে।

পরিবার গুলোও অনেকটা উদাসী হয়ে যাচ্ছে। ছেলে সারাদিন ভিনদেশী মুভি নিয়ে মজে থাকলেও বাবা-মা’র এ প্লাস হলেই চলে। ছেলে-মেয়ে কোথায় যায়, কী করে ভাববার সময়ইতো পায় না অনেকে। সিরিয়াল দেখে রাত- দিন চলে যাচ্ছে অনেক মায়ের।….

প্রয়োজন সামাজিক জনসচেতনতার । কিন্তু কিভাবে…?

 

Visits: 7

মন্তব্য
Loading...
//chourdain.com/4/4139233