ক্যালেন্ডার নিয়ে মজার তথ্য

0 ১০৪

মজার বিষয় হল অক্টোবর অর্থ অষ্টম মাস হলেও ক্যালেন্ডারে এটি দশম মাস হিসেবে ধরা হয়।
ক্যালেন্ডারের প্রথম প্রচলন হয় প্রাচীন “রোমান ক্যালেন্ডার” থেকে। সেসময় দশ মাসে এক বছর হিসেব করা হত। প্রথম মাস মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হত।
সে হিসেবে মার্চ, এপ্রিল, মে, জুনের পর পঞ্চম মাসকে কুইন্টিলিস (ল্যাটিন Quintus অর্থ পঞ্চম), ষষ্ঠ মাসকে সেক্সটিলিস (ল্যাটিন sex অর্থ ছয়), সপ্তম মাসকে সেপ্টেম্বর (ল্যাটিন Septem অর্থ সাত), অষ্টম মাসকে অক্টোবর (ল্যাটিন octo অর্থ আট), নবম মাসকে নভেম্বর (ল্যাটিন novem অর্থ নয়) আর দশম মাস ডিসেম্বর (ল্যাটিন decem অর্থ দশ) বলা হত।
পরবর্তিতে রোমান শাসক নুমা এসে জানুয়ারি ও ফেব্রুয়ারি নামের দুটো মাস আরো যোগ করে দেন। আর মার্চের পরিবর্তে জানুয়ারি থেকে বছরের শুরু করেন।
ফলে যে ডিসেম্বর ছিল দশম মাস, সেটি চলে যায় বারতম মাসের জায়গায়। কিন্তু মাসগুলোর নাম আর পাল্টানো হয় না।
এরপর জুলিয়াস সিজার যখন ক্ষমতায় আসেন, তিনি নতুন ক্যালেন্ডার তৈরি করেন যেটি “জুলিয়ান ক্যালেন্ডার” নামে পরিচিত। তিনি নুমার রোমান ক্যলেন্ডারের সপ্তম মাস কুইন্টিলিস মাসকে নিজের নামে নামকরন করেন “জুলাই”।
এরপরের রোমান শাসক অগাস্টাস নুমার রোমান ক্যলেন্ডারের অষ্টম মাস সেক্সটিলিস মাসকে নিজের নামে নামকরন করেন “অগাস্ট”।
পরবর্তিতে পোপ গ্রেগরি মধ্যযুগের শুরুতে এসে জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তন করে নতুন ক্যালেন্ডার চালু করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি, সেটিই গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
প্রাচীন কাল থেকেই অক্টোবর বিভিন্ন উৎসবের মাস। হিন্দুধর্মের বিভিন্ন বড় বড় পূজা এই মাসেই হয়। ইহুদীদেরও অনেক ধর্মিয় উৎসব এই মাসে হয়।
অক্টোবরকে আগে বলা হত উইন্টারফেলিথ। অক্টোবর মাস শেষ হওয়া মানে ফসল কাটার মৌসুমের দিন শেষ এবং শীতকালের শুরু।
অক্টোবর মাসের শেষের দিকে পশ্চিম ইউরোপের বসবাসরত কেল্টিক জাতিরা একটি বিশেষ উৎসব পালন করত, যার নাম ছিল “কেল্টিক ফসল উৎসব”।
তাদের বিশ্বাস ছিল, অক্টোবর মাসের শেষদিন মৃতের দেবতা “সামান” সব মৃত অ‍াত্মাদের পৃথিবীতে দিয়ে পাঠায়।
তাই তারা নিজেরাও ভুতের মুখোশ পরে আত্মা সেজে থাকতো যেন ঐ আত্মাগুলো তাদেরকেও আত্মা ভেবে ভুল করে ও ক্ষতি না করে। এসময় তারা আত্মাদের খুশি করতে সবাইকে মিষ্টি বিলিয়ে দিত।
এদিন তারা আরেকটি কাজ করত। কুমড়া কেটে বিকৃত মুখাকৃতি বানিয়ে এর মধ্যে একটি মোমবাতি জ্বালিয়ে দিত। আত্মাগুলো যে কষ্টে আছে সেটি বুঝাতে এটি তারা করত।
এই কেল্টিকরা ছিল প্রাচীন প্যাগাম ধর্মের অনুসারি। পশ্চিমা সমাজে প্যাগানদের অনেক ধর্মীয় আচরণ পরবর্তীতে বিভিন্ন সময়ে খ্রিস্ট সমাজে ঢুকে যায়।
কেল্টিকদের এই প্রাচীন কেল্টিক ফসল উৎসবই পরবর্তিতে নতুন নাম নিয়ে পশ্চিমা বিশ্বে প্রবেশ করে, যার নাম দেওয়া হয় হ্যালোইন উৎসব।
তাদের ঐ কুমড়াকে নাম দেওয়া হয় the Jack-O-Lantern, আর মিষ্টি বিতরনের বদলে শুরু হয় চকোলেট বিতরনের সিস্টেম। ভুতের মুখোশ পরে আত্মা সাজার প্রথাটিও ঠিক থাকে।
সেই থেকে প্রতি একত্রিশ অক্টোবর হ্যালোইন উৎসব পালিত হয়ে আসছে। এখন তারা এটিকে খ্রিস্টান ধর্মিয় উৎসব হিসেবে দাবী করে।
মূলত হ্যালোইন উৎসব বড় ধরণের ব্যবসা ছাড়া আর কিছু না। এদিন শুধু আমেরিকাতেই ছয় বিলিয়ন ডলার (আট চল্লিশ হাজার কোটি টাকা) টাকার ব্যবসা হয় কার্ড, মুখোশ, চকোলেট, কস্টিউম আর হ্যালোইন পার্টি করতে।
আর দুদিন বাদেই একত্রিশ অক্টোবর, সেই হ্যালোইনের দিন। পশ্চিমাদের অন্ধ অনুকরন করতে গিয়ে না বুঝেই আমাদের দেশেও ইদানিং এই হ্যালোইন উৎসব চালু হয়েছে অনেক জায়গায়।
কিন্তু প্যাগানদের এই ধর্মিয় উৎসব পালন করা ইসলাম ধর্মীয় দিক থেকে সম্পুর্ন নিষেধ। বরং প্যাগানদের বাতিল, কুসংস্কারচ্ছন্ন, মিথ্যা বিশ্বাস থেকে মানুষকে সত্যের পথে আনার জন্যই রাসুল (সা) সারাজীবন সংগ্রাম করে গিয়েছেন। সেসময়কার আরব মুশরিকরাও ছিল এই প্যাগান ধর্মের অনুসারী।

-লেখক  Dr. Taraki Hasan Mehedi

Visits: 2

মন্তব্য
Loading...
//nutchaungong.com/4/4139233