ভগ্ন হৃদয়

0 ৯৪

এখানে মুরের দীর্ঘশ্বাসের মতো সিঁধ কেটে যায় বেদনার সারস পাখি।
তার ডানা ঝাপটানোর শব্দে পক্ষল জোসনায় নিদাঘ দহন আরম্ভ হয়।
আর সেই সাথে বাড়তে থাকে ভাঙনের ঊর্ধ্বগতি।
ভেঙে যায় ঈমানের দুর্ভেদ্য ভিত,
ভাঙে প্রস্তরসম অন্তর!
আলহামরার চুড়ায় যে বিজয়কাব্য লেখার কথা ছিলো তাও ভেঙে চুরে যায়…
ভেঙে যায় মনোবল,ভাঙা আয়নার মতো ঝুরঝুর করে ঝরে পড়ে বিশ্বাসের কোমল টুকরো।
এখন,তাতারীদের মতো অনাহূত যন্ত্রণার সশস্ত্র আক্রমণে নিষ্পেষিত হয় হৃদয়ের কড়িকাঠ!
এখানে সেখানে ঝুলে থাকে প্রতীতির লাশ!
আর এসব দেখতে দেখতে ভঙুর আমি ভেঙে যাই আরেকবার!!

Visits: 1

মন্তব্য
Loading...
//whulsaux.com/4/4139233