বিনোদনটা উপভোগ্য হোক…

0 ১২৩

বিনোদনের নামে আমরা অনেক সময় অলস মনে টিভির চ্যানেল পরিবর্তন করি। হাসির কোনো প্রোগ্রাম, নাটক বা সিনেমা দেখি। তবে মনে হচ্ছে- টেলিভিশন শুধুই একটা মনভুলানো মেশিন। বরং মনটাকে আনন্দ দেয়ার জন্য দূরে কিংবা কাছে কোথাও ঘুরে আসা; হোক সেটা ঐতিহাসিক নিদর্শন বা প্রাকৃতিক দৃশ্য অথবা আত্মীয়দের বাসা। এতে দেহ ও মন ভালো থাকার পাশাপাশি বিনোদন খাতে সময়টা অলস হিসাবে ব্যয় করা নয় বরং উপভোগ করা যায়।

 

অবশ্য… কারো কারো কাছে আয়েশ করে রকমারী খাবার খাওয়াও একটা বিনোদন। তাও ভালো

Visits: 1

মন্তব্য
Loading...
//zeekaihu.net/4/4139233