অবশ্যই সত্যই জয়যুক্ত হয়…

0 ১২৩

এটা ঠিক যে- একসাথে চলতে আমরা সবাইকে সন্তুষ্ট করতে চাই। তবে বাস্তবতা হলো- আমরা যখন সবার মন রক্ষা করতে চাইবো, সবাইকে খুশি করতে চাইবো- অবশেষে কাউকেই খুশি করতে পারবো না। মানুষ বড়ই অকৃতজ্ঞ! অভিযোগ-পাল্টা অভিযোগ, অভিমান দেখিয়ে উল্টো আমাদেরকেই অসন্তুষ্ট করে ছাড়বে! শুধু তাই নয়- আপনার নৈতিকতাকে পরিবর্তন করে ছাড়বে!

তাই, যেটা সঠিক ও উপযুক্ত তাতেই অনেক সময় অটল থাকতে হয়। হয়ত এই পথে বাঁধ সাধে আমাদের মনের দূর্বলতা, কারণ আমাদের মধ্যে আপনজনের মনোভঙ্গের ভয় কাজ করে। তবে এটাও সত্য যে- একটা ভালো পরিকল্পনার ক্ষেত্রে প্রথমে অনেক বিরোধীতা থাকলেও পরে সবাই চলে আসে। অবশ্যই সত্যই জয়যুক্ত হয়…

Visits: 0

মন্তব্য
Loading...
//whazunsa.net/4/4139233