মানুষগুলো মানুষ থেকে সংখ্যা হয়ে যায় – হাবীবাহ্ নাসরীন

0 ৮২

এমন আজব দেশে কেন জন্ম নিলাম হায়
মানুষগুলো মানুষ থেকে সংখ্যা হয়ে যায়!
মৃত্যু দেখি লাইভ টেলিকাস্ট, শুষ্ক চোখের জল
খবরঅলা হাঁক দিয়ে যায়, মরলো কত বল!
মরলো কত মরলো কত, লাইট ক্যামেরা অন
এইমাত্র প্রাপ্ত খবর সত্তর-আশি জন।
সত্তর-আশি খুব বেশি নয় এমন গরিব দেশে
আমরা আছি উনিশ কোটি, কী যায় বলো এসে!
রাজপথে নেই নিরাপত্তা, না আছে বেডরুমে
গনতন্ত্র ঘুমিয়ে আছে দীর্ঘকালীন ঘুমে।
কফির কাপে আবেগ ভাসে, বিবেক সেও আটক
আজব দেশে আমরা কেবল দর্শক এবং পাঠক!

Visits: 0

মন্তব্য
Loading...
//nelreerdu.net/4/4139233