কার্ডিফের ছোট গ্রীন হাউজ : ছোটদের বিনোদন ও শিক্ষার স্থান

0 ১১২

11358815_10207066248519181_621990592_n11263683_10207066248399178_245633965_n

গত কয়েকদিন আগে গিয়েলাম কার্ডিফের একটা গ্রিন হাইজে। বিশাল পার্কের এক কর্ণারে অল্প পরিসর জায়গা নিয়ে বানানো হয়েছে এই গ্রিন হাউজটি। অনেক পুরনো এই গ্রিন হাউজটি দেখে সত্যিই অবাক হয়েছিলাম। কারণ ছোট জায়গার মধ্যেও এত সুন্দর প্ল্যানিং করে গ্রিন হাউজটিকে সাজানো হয়েছে। ছোট পুকুর, পুকুরে মাছ ও হাঁস, ছোট একটি কৃত্রিম পাহাড়ি ঝর্ণা, বিভিন্ন দেশকে থেকে নিয়ে আসা গাছ, বসার জায়গা, ও বিভিন্ন কুইজের আয়োজন এই ছোট জায়গাটিকে ছোট ছোট বাচ্চাদের আনন্দসহকারে শেখার ও জ্ঞান অর্জন করার স্থান হয়ে দাড়িঁয়েছে।

৫ বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি, ছোটদের জন্য ১ পাউন্ড আর বড়দের জন্য মাত্র ২ পাউন্ড করে রাখা হয়। ভেতরে ঢুকার আগে বাচ্চাদের জন্য কুইজের ও গেমসের কাগজ তুলে দেয়া হয়, যেমন বিভিন্ন ফল ও গাছের নামসহ একটি কাগজ, এই ফলগুলো ছোট ছোট বা্চ্চারা পুরো গ্রিন হাউজ ঘুড়ে খুজেঁ বের করার চেষ্টা করে, গাছগুলো খুজেঁ পেলে টিক চিহ্ন দেয় কাগজে আকাঁ সেই গাছটির পাশে। এছাড়া ক্রস ওযার্ড, ড্রয়িং সহ আরো কিছু ইনোভেটিভ আয়োজন রয়েছে।

11258993_10207066248599183_717964691_n11289704_10207066248679185_708238270_n

ভেতরে ঢুকেই দেখা মেলে শত শত গাছ। ইন্টারেষ্টিং বিষয় হচ্ছে গাছগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। , গাছের পাশেই সেই দেশের নাম, গাছের নাম ও এর বৈশিষ্ট সম্পর্কে লেখা। একটু হাটঁলেই ছোট পুকুর, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ সাতাঁর কাটছে। পাশেই পাহাড়ি ঝর্ণা দিয়ে অনবরত পানি পড়ছে। পুকুরের মাঝখানে ছোট ফোয়ারা কিছু অংশ জঙ্গল, কিছু অংশ পাহাড়ি উচুঁ এলাকা, কিছু অংশ সমতল করে পুরো এলাকাটিকে সুন্দর করে সাজাঁনো হয়েছে।

এই গ্রিন হাইজটির খুব একটা বড় জায়গা নিয়ে গড়ে উঠেনি। অল্প পরিসর জায়গাতেই সুন্দর প্ল্যানিং এর মাধ্যমে সাজানো হয়েছে। মূল উদ্দেশ্য ছোটদের ফল, ফূল ও গাছের সাথে পরিচিত করানো। সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করানো। প্রতিদিন বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদের এই জায়গায় ঘুড়াতে নিয়ে আসা হয়। বাবা-মা-রাও তাদের সোনামনিদের নিয়ে এখানে আসেন।

11255145_10207066254959342_815424078_n11121408_10207066259519456_1549111970_n

আমাদের প্রিয় বাংলাদেশেও এই ধরণের প্রজেক্ট হাতে নেয়া যায়। জায়গার খুব একটা প্রয়োজন হবে না। এবং খুব বিশাল পরিসরের ফান্ডও লাগবে না আশা করা যায়। যে কোন বড় ব্যবসায়ীর পক্ষ্যে এই ধরণের উদ্যোগ নেয়া যায়। টিকিট থেকে প্রাপ্ত টাকা দিয়ে এই রানিং খরচ চালানো সম্ভব। বাংলাদেশের কোন উদার কিংবা ভিসনারী ব্যবসায়ী কিংবা সংস্থ্যা কিংবা ব্যক্তিত্ব এই ধরণের উদ্যোগ নিতে পারেন। আমি এই উদ্যোগের জন্য সর্বাত্নক সহযোগীতা করতে রাজী আছি ইনশায়াল্লাহ 🙂

11358822_10207066259959467_363196532_n11358671_10207066257079395_138347308_n11351417_10207066257879415_177772216_n11350025_10207066257039394_357537211_n11349943_10207066259639459_1727954413_n11348824_10207066253759312_234758709_n11335842_10207066257679410_1855035127_n11329679_10207066257759412_1386053099_n11329661_10207066257359402_593055783_n11304113_10207066249879215_1725115186_n11292658_10207066249359202_763468049_n11291777_10207066257599408_573592523_n11289902_10207066347161647_155649906_n11287392_10207066257239399_1256512907_n11273755_10207066248959192_1386041993_n11258975_10207066249759212_1440465324_n11258643_10207066256959392_175093699_n11225535_10207066248879190_637362111_n11216319_10207066259079445_1123838350_n11212220_10207066258879440_228894611_n11118579_10207066258919441_304549208_n

Visits: 2

মন্তব্য
Loading...
//uwougheels.net/4/4139233