এক হরফের ঋণ

এখন যদি একটা কথা বলো
আকাশ আরো নীলচে হয়ে
ফুরফুরে বেশ বাতাস বয়ে
শুকনো পাতায় দোল দিয়ে যায়
পুকুর টলোমলো
তুমি শুধু একটা হরফ বলো
না দাবি নয় বিশেষ কিছু
তোমার যেমন ইচ্ছে বলো
একটা কথা খুব সাধারণ
একটু বলো ভালো
একটু বলো মেঘ জমেছে
আকাশ অনেক কালো
কিন্তু তুমি চুপ করে রও
পার হয়ে যায় দিন
এই ঋণে তো সুদ হবে না
বিশ হরফেও শোধ হবে না
এক হরফের ঋণ
১২/৪/১৬

Visits: 1

  • গদ্য-পদ্য
Comments (০)
Add Comment
  • সীমান্তের বিদ্রোহী

    সুন্দর লিখেছেন। 🙂

  • নব কিশলয়

    বাহ