শরীরগ্রাসী ভালোবাসা

দিয়েছি মন,নিয়েছ শরীর
চেয়েছি প্রেম, দিয়েছ ঐশ্বর্য্য।
লাগিয়েছি কাজল, দিয়েছ নোনা পানি
ঠোঁটে ছিল রক্তিম হাঁসি,সেঁটে দিয়েছ বিশ্রী দাসী
চোখের গভীরে দিয়েছিলাম ঝাঁপ
তখনই কেড়ে নিয়েছ বৈধ সকল আলাপ।
চেয়েছি সংসার, দিয়েছ ধিক্কার
ছিলাম বাংলার কাব্যিক মায়া
বানিয়েছো ওয়েস্টার্ন ছায়া।

এত পরিবর্তন,এত ভালোবাসী
বিনিময়ে বানিয়েছ ভদ্র পল্লীর বৈধ সর্বনাশী
ফিরেছে হুশ, কেটেছে নেশা
চোখ খুলে দেখি ঘরে ফিরবার নেই আশা।
এত কথা,এত স্বপ্নিল মায়াজালের বিশ্বাস
সবই ছিল শরীরগ্রাসী ভালোবাসার গরম নিঃশ্বাস।
written on: October 30, 2016

Visits: 1

  • গদ্য-পদ্য
Comments (০)
Add Comment