সময়ের তলোয়ার

সময়ের তলোয়ারে
আমি এক খন্ডিত টুকরো কাগজ।
যাতে লেখা ছিলো জীবনের গল্প,
আঁকা ছিলো মায়া আর মমতার চিত্র।
এখন সময়ের হালোতে
আমিতে আঁকি শূণ্যতার চিত্র,
আমার শবদেহে মাখি বৈচিত্রতার রঙ।
আর সময়ের তলোয়ারে
নিজেকে বারবার করি টুকরো টুকরো।
আমাতে সৃজন হবেনা আর কোন গল্প,
কখনো হয়তো আবছায়া পড়বে অল্প অল্প।
আমার বাস এখন ঘরের কোনে ময়লার ঝুড়ি,
হয়তো তাই এখনো আধো আধো গান শুনি।
কালের ঘন্টা বাজলেই
অনুষ্ঠিত হবে পুঁচপুঁচে শবদেহের শেষকৃত্য।

Visits: 0

  • গদ্য-পদ্য
Comments (০)
Add Comment
  • মাহফুজ বিন নোমানী

    ভাল্লাগছে।ধইন্যা

  • ইসমে জাহান

    ভালো লাগলেই ভালো।
    ধইন্যা