অাবেগ পোষা মন

বুকের ভেতর এক কলস বুনো অাবেগ পুষে রেখো,কেমন?
খুব যতনে সাজিয়ে রেখো নীলাভ ব্যথা
হৃদয় খুঁড়ে জাগিয়ে তুলো ক্ষরণ লতা
অমোঘ খেয়াল,ইচ্ছেগুলো নাহয় তবু রাখলে খাঁচায়
যেই বাঁচাতে হতাশ জীবন,কি লাভ বলো এমন বাঁচায়?
এমন সময় উড়ন্ত মন,খরখরে সব অাবেগ ছুঁয়ে
ঘাসফড়িংয়ের অালতো ডানা উড়িয়ে দিও, কেমন?
ভাবছো তুমি, প্রখর তাপে থামিয়ে দিবে চলার গতি,
কিন্তু এতে হুড়মুড়িয়ে বাড়বে শুধুই তোমার ক্ষতি।
সেই দুপুরে কন্ঠফাঁটা তৃষ্ণা নিয়ে
পাঁজর মাঝে উথলে ওঠা অাবেগগুলো
টগবগিয়ে ফুটতে দিও,কেমন?

Visits: 3

  • গদ্য-পদ্য
Comments (০)
Add Comment
  • মাহফুজ বিন নোমানী

    amake 1 kg abeg dhar den. 😛