খোকার আড়ি

বাদল ধারা বাঁধন হারা
ঝরছে সারা বেলা,
এই বাদলা দিনে খোকার
বন্ধ হল খেলা।
ঘরের কোণে চু্পটি করে
বসে থাকা ভার।
শান্ত হয়ে বসে থাকা
সয়না ধাঁতে তার।
বিকেল বেলা ঘরের ছাদে
উড়াবে সে ঘুড়ি
সব স্বপ্ন ভেজ্গে দিল
বৃষ্টি গুঁড়ি গুঁড়ি।
বাদল ধারা ঝরছে যেন
মনে কত ব্যাথা
তার সাথে যে আঁড়ি খোকার
কইবেনা আর কথা।

Visits: 1

  • গদ্য-পদ্য
Comments (০)
Add Comment
  • সংখ্যালঘু

    হায়রে! বৃষ্টি!