বর্ষা মঙ্গল
আঁধারের কালো দেখেছি আমি
বাদল দিনের বুকে।
চোখ দিয়ে তার ঝরেছে শ্রাবন
কেঁদেছে মনের সুখে।
জাগিয়া উঠিল পিয়াল
বাজিল গীত প্রাণে।
গর্জে উঠিলো আবার খরস্রোতা নদী
বাদলের গানে।
দেখি চারো দিকে বৃষ্টি জল
শুনি আকাশের গর্জন।
নাচিয়া উঠে বিজলী…