নিঃশেষে প্রাণ গদ্য-পদ্য লিখেছেন নব কিশলয় প্রকাশকাল ১০ , আগ ২০২০ 0 ৪৬ Share “এই পথ হেঁটে যেতে যদি নিঃশেষে ক্ষয়ে যায় প্রাণ, পৃথিবীর সব পাওয়া যদি মুখ গুঁজে হয়ে ওঠে ম্লান, তবুও অশ্রুকণা ঝরবে না জানি বাড়বেনা জীবনের অসহ গ্লানি.. বুক জুড়ে হিম্মত রেখে সুবাসিত ফুল অফুরান, প্রিয়তম মালিক তোমায় অন্তরে মেখে দিক ঘ্রাণ।” Hits: 1 0 ৪৬ Share