সুবহে সাদিকের প্রার্থনা শেষে,
প্রভাতের শান্ত আঁচলে মিশে;
দিনের শুরুটা হয় বেশ নির্মল।
উদয়ের রবিতে থাকে প্রেম,
প্রতিটা কাজের শেষে থাকে বরকত,
পাই তোমার ভালোবাসা অসীম রহমত।
ঘুম আর তিনটে গিট খোলার মাঝে,
মিশ্রিত হয় ব্যাপকতর আনন্দ উল্লাস;
তোমার ডাকে সারা দিয়েই কেবল,
নিজেকে উদিত করা যায় বলে আমার বিশ্বাস।
তেলাওয়াতে যেমন শিহরে উঠি ভয়ে,
আবার আপ্লুত হই ভালোবাসার রহমত দেখে।
তুমি অধিক থেকে অধিকতর ক্ষমাশীল,
এই জগতে তোমার সমতুল্য কে আছে?
তাই তোমায় শরণ রেখে কাটাতে চাই নিশি দিন।
অস্তের রবিতেও মেলে শান্ত নির্লিপ্ততার ছোঁয়া
তোমার আনুগত্যে আমিও যে করতে চাই অগ্রযাত্রা।
Hits: 0