অামার চোখে সূর্যাস্ত নামে গাঢ় বাদামী হয়ে..
পেঁয়াজ ফুলের রং মেখে অামার দৃষ্টির সম্মুখে রোজ সূর্যাস্ত নামে অাজরাঈলের ডানার মতোন।
অার তখন,সময় তার নাকছাবি দুলিয়ে দুলিয়ে অাবৃত্তি করতে থাকে অায়াতুল কুরসীর পবিত্র হরফগুলো।
থোকা থোকা জমাটবাধা অক্ষরেরা তখন অাঘাত করে যায় ধরণীর অশরীরী অাত্মাসমূহকে।
অামার তখন তৃষ্ণা পায় ভীষণ!
প্রচন্ড ভয়ে কন্ঠস্বর দইয়ের মতো জমে যায়!
মনে হয়, বিশাল অাকাশের নিচে একবিন্দু অস্তিত্ব নিয়ে বেঁচে অাছি অামি।
হু,এইতো একবিন্দু অস্তিত্ব অামার…।
পরক্ষণেই নিজেকে শুধোই,অস্তিত্বের দাবীদার এ অামি কী সত্যিই বর্তমান! নাকি যতটুকু অস্তিত্বের পোশাক পরেছি,সেটুকুও তোমারই দান..?
Hits: 2