ঢাকার বিশেষ বিশেষ কিছু রাস্তার আশেপাশে না তাকিয়ে মনে হয় আকাশের দিকে তাকানোই উত্তম। অন্তত মনটা পবিত্র থাকুক।
টিএসসি দিয়ে আসার পথে দেখি প্রকাশ্য দিবালোকে ফুটপাথের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ছেলে-মেয়ে পরষ্পরকে জড়িয়ে ধরে আছে। বলতে ইচ্ছে হয়-“Excuse me! Bedroom এর কাজটা বাইরে সারবেন না। দেখতে খারাপ লাগে”।
এদিকে এমনও অনেক পাবলিক আছে- যারা এসব রাস্তা দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে আশেপাশে তাকায়, নিয়তই থাকে জুটিরা কি করছে তা দেখবে… হতে পারে এসব দেখে উনারা সাময়িক মজা পায়। তবে আমরা যাতে- যারা করে ও দেখে- এ দুইয়ের একদলেও না থাকি। জানি, শুধু স্ট্যাটাস লিখে নয় step নেয়া জরুরি। আর যদি তা না-ই হয়- তবে আকাশের দিকে তাকানো ছাড়া উপায় নেই…
Hits: 0