বাঁকা চাঁদের বাঁকা হাসি
ঝরে পড়ে রাশি রাশি
বিশ্ব চরাচরে,
সেই হাসিরই রেশটি ধরে
সিয়াম এলো চুপিসারে
সবার ঘরে ঘরে ।
গরীব যারা পায়না খেতে
কেঁদে ফিরে দিনে রাতে
করে উপবাস,
তাদের সে দুখ বুঝার তরে
এলো সবার ঘরে ঘরে
সিয়ামের ই মাস।
পণ করেছি সবাই মোরা
দু’মুঠো ভাত পায়না যারা
করব তাদের দান,
দুখ রবেনা দুঃখীর ঘরে
সুখ পাখিটা আসবে উড়ে
নিয়ে সুখের গান ।।
Hits: 3