বিয়ের ক্ষেত্রে কুফু বা সমজাতীয়তা

0 ৫৮

আমাদের সমাজে অনেক পরিবারে ই ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে সমজাতীয়তা যাচাই করেনা অর্থাৎ ইসলাম যেটাকে কুফু বলে।অথচ এই বিষয়টি দামপতত জীবনে প্রধান একটি ভূমিকা পালন করে।অনেকেই হয়তোবা বলবেন এত মিলিয়ে কি আর বিয়ে দেওয়া যায় ?ঠিক আছে যায় না কিন্তু কাছাকাছি তো যায় ।ইসলামের এই বিধান টি Violate করার জন্য দামপতত জীবনে দুজনের মধ্যে মতের অমিল দেখা দেয় যা সনতান দের কচি মনের উপরে খারাপ প্রভাব ফেলে ।

আমার পাশের বাসার ভাই ভাবী ও তাঁর সন্তান দের দেখে এই কুফুর বিষয় টি ভালোভাবে উপলব্ধি করতে পারলাম ।ভাই এম বি বি এস ডাক্তার ।একটি ভালো মানের সরকারি মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন ।ভাইয়ের ফেমিলি ও অনেক ভালো।ভাবী ও জাতীয় বিশ্বিদ্যালয় থেকে মোটামুটি ভালো একটি সাবজেক্ট এ অনার্স মাসটার্স করেছেন।ভাবী দের ফেমিলি ও বেশ মানসমপনন ।

সমস্যা হল ভাই যখন মেডিকেলে পড়েন তখন তাবলিগ জামাতের সাথে যোগ দেন যা উনার ফেমিলির কেউ পছন্দ করেনা।আর ভাবী সহ উনার ফেমিলির কেউই ততটা ধার্মিক তো নয়ই বরং সাংস্কৃতিক মনা পরিবার ।ভাবীর বাবা ছিলেন আর্মি অফিসার ।ছেলের মা আর মেয়ের মামার কারসাজি তে হয়ে গেল বিয়ে।ছেলের মা ছেলেকে এই পথ থেকে ফেরানোর জন্য ই এমন একটি পরিবারের সাথে ছেলের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করে ।আর মেয়ে ও জানতোনা যে ছেলে তাবলীগ করে।হয়ে গেল বিয়ে ।বিয়ের পর থেকে আজ অবধি ওনাদের মাঝে গণ্ডগোল ।ভাবী একবার রাগ করে বাবার বাড়ি যায়তো কাল ভাই চিললার উদ্দেশে চার পাঁচ মাসের জন্য উধাও ।ছেলে মেয়ে দুটি ও কেমন অস্বাভাবিক আচরণ করে ।কি হবে ওনাদের ???

Visits: 16

মন্তব্য
Loading...
//ceeheesa.com/4/4139233