মনটা ভীষণ খারাপ যে
হয়না ভাল সহজে
এক মা যে হারিয়ে গেছে
ছেলে মেয়ে ফেলে একা
এই দুনিয়ার মিটিয়ে
সকল দেনা যে
রব তুমি ভাল রেখ
মাকে তোমার ছায়া তে
সন্তানদের দাও তুমি
ধৈর্য ধরার শক্তি এবং
ভরিয়ে রাখ তাদের জীবন
অপার তোমার মায়া তে
"বর্ণ দিয়ে আঁকি আমি জীবন নামের ক্যানভাস
"---এই আমার পরিচয় ।আমি জীবনের কিছু রূপ ,মুহূর্ত ,অনুভূতি ফুটিয়ে তুলতে চাই এই ক্যানভাসে ......মহা শক্তিধর আমাকে সেই ক্ষমতা দিন ।।