মৃত্যু, তোমাকে স্বাগত জানাতে- হাবীবাহ্ নাসরীন

0 ৭৯

চারদিকে শুধু মৃত্যুর ঘ্রাণ, মৃত্যুরা ডাকে, আয়!
কুয়াশার মত মৃত্যু জমেছে বদ্ধ এ জানালায়!

আঙ্গুল ছুঁইয়ে লিখে দেবো নাম, জানালার ভেজা কাচেঁ।
মৃত্যুরা তবু অদ্ভুত কেন, পিশাচের মত নাচে!

একটু বা যদি অবসর মেলে, ঘিরে ফেলে চারদিক।
একটু বা যদি অবহেলা করো, প্রতিশোধ নেবে ঠিক!

কুরেকুরে খায় মাথার মগজ, ঘুরেফিরে দেখে মুখ।
ডাহুকি রাত্রে ঘুম ভেঙে গেলে ছুয়েঁ দিতে উন্মুখ!

দিনের হিসেব, মাসের হিসেব, বছরের কড়ি গুনে
মৃত্যু এসেছে, মৃত্যু আসবে কোনো এক ফাল্গুনে!

হাসিহাসি মুখে ছবি হয়ে যায়, প্রতিদিন কত কে-ই!
দুয়ারে মৃত্যু, শিয়রে মৃত্যু, মৃত্যু কোথায় নেই!

এপথে ওপথে ঘুরপথে এসে, মোড় পেরোলেই রোদ
ছায়াময় পথে করুণ শীতল মৃত্যুর জাগে ক্রোধ!

হয়তো এখনই ব্যাগে পুরে নেবে, হয়ত দুদিন পর।
মৃত্যু, তোমাকে স্বাগত জানাতে ফুলেল করেছি চর!

Visits: 0

মন্তব্য
Loading...
//ceeheesa.com/4/4139233