প্রত্যয়

0 ৬১

লক্ষপানে চলতে গিয়ে

হঠাৎ যদি থমকে দাড়াও,

বাঁধার পাহাড় দলতে গিয়ে

ভয়ে যদি সাহস হারাও।

তোমার মনে অবিরত ছড়ায়

শুধু ভয়ের দানা,

নিরাশ করে সারাক্ষণই ভয়ের

পাখি ঝাপটে দানা।

উতাল ঢেউয়ের দাপট দেখে

থমকে দাড়াও পথের বাঁকে,

হাল ছেড়ে দাও যাত্রাপথে

দাও না সাড়া বীরের ডাকে।

একটুখানি তাকাও তখন

সোনালী সে যুগের দিকে,

কিংবা তোমার পাশে যারা

ন্যায়ের পথে আছে টিকে।

হয়নি ওরা সাহসহারা

পাহাড়সম বাঁধার মুখেও,

সত্য পথে অটল ছিলো

সাগরসম অথৈ দুখেও।

তাদের মত তেমনি তুমি

দৃঢ় হবার স্বপ্ন দেখো,

প্রত্যয়েরই গান গেয়ে আজ

সবার মনে আবীর মাখো।।

Visits: 0

মন্তব্য
Loading...
//oulsools.com/4/4139233