তোমার মাঝে আকাশ ছিলো

0 ৬৮

এই যে তুমি একলা মায়ায় জড়িয়ে
থাকো,
কাব্য মাখা শব্দে কেমন হৃদয় আঁকো !
উড়নী লতার স্পর্শে কেমন ছন্দ ঢালো,
কাঠ পিয়ালের বুক পাঁজরে বাক্য
জ্বালো !
এই যে আকাশ তোমার বুকে ঠাঁই পেতে
চায়,
বিষণ্ণতার গান গেয়ে তাই দু’হাত
বাড়ায়।
ওই যে পথের বাঁক পেরিয়ে কষ্ট নামে…
চরণরেখা ম্লান হয়ে যায় ধূলোর ঘামে !
এই তো তুমি ফুরিয়ে গিয়ে ফেললে
দীর্ঘশ্বাস,
তবু কেবল তোমার মাঝেই ঐ আকাশের বাস!

Visits: 0

মন্তব্য
Loading...
//zeewhaih.com/4/4139233