এমন তো হতেই পারে, এমনও তো হয়
মাঝে মাঝে জিতে যায় কিছু পরাজয়!
কিছু জয়ে মিশে থাকে পরাজিত ঘ্রাণ
হাতে ধরা হাত তবু অধরা রয়ে যায়!
প্রতিদিন হেসেখেলে লুকাও যে জল
তোমার অজান্তে সে দীঘি টলমল
হয়তো সে কারণে কারো বুক আনচান
তোমারই মতোন সে পোড়ে অবিকল!
যাকে দেখে ভোর হয়, রাত ঘুম যায়
হতে পারে, কোনোদিনও সে তোমার নয়!
ভালোবাসো, না কি নয়? প্রশ্ন হাজার
দুআনা লাভের খোজেঁ বণিক হৃদয়!
এমন তো হতেই পারে, এমনও তো হয়
মাঝে মাঝে জিতে যায় কিছু পরাজয়!
Hits: 2