নিরাপদ সড়ক চাই

জাবালে নূর এখনো রাস্তা দাপিয়ে বেড়ায়
সড়কে এখনো আমার ভায়েরা প্রাণ হারায়
এখনো আমার মায়ের কান্না শেষ হয়নি,শেষ হয়ে গেছে অনুদানে পাওয়া সেই টাকা
বিচারের দাবিতে এখন যখন কথা বলি বলে তোর দৃষ্টি বাঁকা।

জাবালে নূরের আচরনে নতুন করে হাঁক দিলো সুপ্রভাত
লাশের মিছিলে বিচারের বদলে আমার সবাই পাচ্ছি কেবল নিত্য নতুন আশার সংবাদ
কেবল আইন আর বিচারের নামে লাশগুলো অনুদানের সাময়িক আবাদ।

আরে লাশ নেন লাশ,আমার ভায়ের লাশ,আমার লাশ
তবু আইনটা করে দেন পাশ
আশ্বাস নয় চাই বাস্তবায়নের প্রয়াস
অনুদান নয় চাই নিরাপদে ঘরে ফেরার একটুখানি অবকাশ
তবু আইনটা করে দেন পাশ।
দোহাই লাগে আইনটা করে দেন পাশ।

আমি রাস্তায় চলা গরু ছাগল নই মানুষ
আমি মরার পরে আমার নামে চাইনা কোন ফুট অভার ব্রিজ নামের রঙ্গিলা ফানুশ
চাই কেবল আইনের শাসন আর নিরাপদে ঘরে ফেরার সম্মিলিত হুশ।

আমার ভাই লাশ হয়েছে, কাল আমি
আপনি বেঁচে গেছেন বলে বিচারের দাবিতে আসবেন না জানি।

তবু বলি,

প্রতি লাশের তীব্র আন্দোলনে পেয়ে আসছি তীব্র প্রতিশ্রুতি,
জাবালে নূর থেকে বহুপথ পাড়ি দিয়ে এসেছি সুপ্রভাতে,
আর নয়,পারছিনা দিতে লাশ,নিতে অনুদান, বাকি আছি কেবল আমিই;
শেষ লাশটা হোক আমার
শেষ লাশটা নিয়েও এবার বাকিদের সুযোগ করে দিন ঘরে ফেরার নিরাপদ দ্যুতি।

_________নিরাপদ_সড়ক_চাই
©বাহাউদ্দিন আবির

Visits: 3

  • সাধারন
Comments (০)
Add Comment
  • জীবন সাগর

    তালে-ছন্দে খুব সুন্দর করে পরিস্থিতি তুলে ধরেছেন। ভালো লেগেছে। আরও লিখা চাই…

  • মাহফুজ বিন নোমানী

    ভালো লিখেছেন।