এমন যদি হতো..

এমন যদি হতো….
আঁধার-ঢাকা আকাশ খানা
আলোয় ভরে যেত,
লক্ষ পাখির কিচির মিচির
শুনে সকাল হতো।

এমন যদি হতো….
মানুষগুলো হিংসা ভুলে
বন্ধু হয়ে যেত,
কারো দুঃখে সবাই দুঃখী
সুখে সুখী হতো।

এমন যদি হতো….
জুলুম-পীড়ন,রক্তক্ষরণ
বন্ধ সবই হতো,
ফুলের মতো সুবাসদানি
মানুষ গুলোও হতো ।

এমন যদি হতো….
মানব জনম পূর্ণ আমার,
শূণ্য নাহি হতো।।

Visits: 0

  • সাধারন
Comments (০)
Add Comment