একজন তনু ও আমরা

মানুষগুলো দিনদিন পশু হয়ে ওঠছে!
পশুর মতো হিংস্র,ক্ষুধার্ত আর অমানবিক জানোয়ার!
হু,ক্ষুধার্ত!
উঠতে ক্ষুধা,বসতে ক্ষুধা,হাঁটতে ক্ষুধা,চোখে ক্ষুধা,মুখে ক্ষুধা,দেহে ক্ষুধা…
এ যেন দুর্ভিক্ষপীড়িত এক ক্ষুধার রাজ্য!
“ভুখ লাগ গিয়া,তো হামলা কারো…কোই কুচ নেহী বোলেগা…”

আর দিনশেষে শিকারী দোপেয়েরা শিকার করে নিয়ে যায় কিশোরী তনুদের!
জবাই করে ব্যবচ্ছেদ করে তনুর তনুদেহ!

তারপর!
তারপরের গল্প তো জানাই আছে।
“কোই কুচ নেহী বোলেগা”
সুতরাং, আরেকটি তনুকে জবাই করো,তারপর…আরেকজন,তারপর…চলতেই থাকবে এ সংখ্যা…।
এভাবেই বিকৃত চিন্তার মানুষেরা যুগ যুগ ধরে নারীকে সম্মান (?) প্রদর্শন করে যাচ্ছে।
হিজাবী একজন বোনও যদি দোপেয়েদের লোলুপ দৃষ্টি থেকে নিস্তার না পায়,তাহলে নীতি-নৈতিকতাবোধ কোথায় গিয়ে পৌছেছে,এটা সত্যিই ভাবনার এবং ভয় পাওয়ার বিষয়!
ভাবতে পারছেন,
আমার বোন,আমার মা,আপনি, আমি কেউই নিরাপদ নই..
কেউ নিশ্চিত নই,আমরা দিনশেষে নিরাপত্তার সাথে ঘরে ফিরে আসতে পারবো কিনা!
প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে কঠোর শাস্তি বিধানের।

ম্যাডাম,
পথে ঘাটে যে ক্ষুধার্ত দানবের বাস, ধর্মের সুনিয়ন্ত্রিত বিধান ব্যতীত তাকে আপনি রোধ করবেন কেমন করে?

Visits: 1

  • সমকালীন
  • হ-য-ব-র-ল
Comments (০)
Add Comment
  • মাহফুজ বিন নোমানী

    কিছু কিছু দোপেয়েরা থাকেই সুযোগের সন্ধানে।আর তনুরা তাদের শিকার হয়ে থাকে।হয়ত চোখের আড়ালে আরো অসংখ্য তনু শিকার হয়ে চলেছে।

  • ইসমে জাহান

    নির্মমতা।
    চারদিকে শুধু ভয় আর ভয়