জীবনের পূর্ণতা (২)

0 ৭৮

পর্ব-২
সালমান ও মাসুদ দুজনই মিলে সবার জন্য ঈদের শপিং করল।মাসুদ বাসায় ঢুকেই মেহরাব, মিরহা ,মেহরাজ কে ডাকলো ,কই সব তাড়াতাড়ি আসো ,দেখো সবার জন্য কি নিয়ে আসছি ।
মাসুদ প্রথমেই বাবা- মার কাছে গেলো।বাবার জন্য ছোট কোরাআন শরীফ, মার জন্য সুন্দর কারুকাজ করা কাঠের একটা রি-আল আনলো ।
পরে মাসুদ ও সালমান মাহমুদের রুমে গেলো।
– ভাইয়া আসতে পারি ।
– আসো ,মাসুদ ।
-আস্সালামুআলাইকুম ভাইয়া ।
– ওয়ালাইকুমুস্সালাম, কি খবর দুজনের ।কেমন আছো?
এত ব্যাগ কিসের?
-ভাইয়া -ভাবী আপনাদের জন্য কিছু উপহার এনেছি, বাচ্চাদের জন্য ও ।
– সারা বলল, তোমরা আবার উপহার আনতে গেলে কেন?
– সালমান বলল, সব সময় শুধু আপু আপনারাই দিবেন।বেশি কিছু আনেনি ।ছোট ছোট গিফট ।
– ভাইয়ার জন্য একটা পারফিউম, তোমার জন্য এই বই, মেহরাব জন্য এই গল্পের বই, আফরিনা আর মিরহার জন্য এই মেকআপ বক্স, মেহরাজের জন্য এই খেলনা গাড়ি।
– এত কিছু এনেছো ,আর বলছো অল্প কিছু ।
– মাহমুদ পারফিউম পেয়ে খুশি হলো ।খুশিতে নিজের আর বাচ্চাদের গায়ে একবার দিয়ে দিলো।
সালমান আর মাসুদ কে জড়িয়ে ধরে আদর করে দিলো।দেখাদেখি মেহরাব , মিরহাও ওদের জড়িয়ে ধরে ।
– সারা ও প্রিয় লেখকের বই গিফট পেয়ে মহাখুশি।
তোমরা জানো, আমি এ বই কত খুঁজেছি, পায়নি ।
কোথায় পেলে এটা , আর জানো কি করে আমার এটা পছন্দ ।
– ভাবী , সালমান বলল। আপনি এ লেখকের বই পছন্দ করেন।
– মিরহা গিফট পেয়ে দৌড়ে আফরিনার কাছে চলে গেলো। আর মেহরাবও মজার গল্পের নিজের রুমে গিয়ে পড়তে শুরু করলো।
– আব্বু- আম্মুর জন্য কি আনছো ?
– মাসুদ বলল, দুজনই আব্বুদের জন্য ছোট কোরআন শরীফ আনছি ।আব্বু তো সবসময়ই কোরআন তেলওয়াত করেন , আর আম্মার জন্য রিআল , আগের টা দেখলাম গুনে খেয়েফেলেছে।
– সালমান বলল, আপু আপনি তো গতবার আম্মু কে সোনার বালা বানিয়ে দিয়েছেন, আমি এবার আম্মুর জন্য সোনার নাকফুল আনছি , এই দেখেন।
– সারা বলল ,আম্মু অনেক খুশি হবেন।বাসায় গিয়েই আম্মুর হাতে এটা দিবা।
– মাহমুদ বলল,খুব ভালো করেছো ।দেখছো সারা , সব বড় হয়ে যাচ্ছে ।আমি একটু নিচে যাচ্ছি , করিম চাচা এসেছেন ।
মাহমুদ চলে গেলো।
– সারা বলল, তোমাদের জন্য কি কিনলা?
– পাঞ্জাবি- পায়জামা তো পেয়েছি, শার্ট আর জুতো কিনেছি।
– তা তোমাদের সব রোজার সব প্রোগ্রাম শেষ ?
– আপাতত শেষ, তবে এবার আরেক টা কাজ শুরু করবো ।আমদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের স্কুলের যারা এস .এস. সি তে এ প্লাস পেয়েছে এইসব মেধাবী শিক্ষার্থীদের কলেজের কিছু পাঠ্যবই বিতরণ করবো ।
– সারা বলল ভালো উদ্যোগ নিয়েছো।
– আপু,অনেক টাকা লাগছে । আমরা টাকা ম্যানেজ না করতে পারলে আপনার কিন্তু হেল্প লাগবে ।
– সমস্যা নাই, লাগলে অবশ্যই বলবা।আমি অবশ্যই হেল্প করবো। চিন্তা করো না, আমি ও আমার ব্যাংকার সাহেব আছেন তো। সাবা আর ডাক্তার সাহেব কে ও বলো। আসমা আপা আর কবির ভাইকে বলবো, সবাই মিলে করলে হয়ে যাবে ।

 

চলবে….

Visits: 5

মন্তব্য
Loading...
//ptaixout.net/4/4139233