স্বপ্ন মায়া

0 ১২৪

স্বপ্ন আমার নীল আকাশের গায়ে

ভেসে থাকা সাদা মেঘের মতো

দৃষ্টির দূর শেষ সীমানায়

স্বপ্ন আমার নিঃশেষ হয়ে যায় ।

সুখ পাখি হয়ে স্বপ্ন আমার উড়াল দিয়ে যায়

দূর হতে দূরে দিগন্তের ঐ পাড়ে,

কেমন করে মায়ার বাঁধনে বাধবো বলো তারে?

হতো যদি সে আমার মনের মতোন

বাঁধনেতে বাঁধতাম তারে করেই বড়ই যতন।

 

হতো যদি সে মিষ্টি রোদে বৃষ্টি ধোঁয়া সবুজ পাতা

হারিয়ে যেতে দিতাম না তাকে যতই পেতাম ব্যথা ।

হতো যদি দীঘির জলে সদ্য ফোটা পদ্ম

মনের ভিতর লুকিয়ে তারে রাখতাম করে জব্দ।

কিন্তু তারে দিলাম বিদায় মায়ার বাঁধন ছেড়ে

সে যেন আর আমার মনে আসে না আর ফিরে,

মিথ্যে আশার স্বপন নিয়ে বাঁধবো না আর ঘর

আজ থেকে আমি হলাম তারি অনেক পর।

তুমি যদি হবে আমার মিষ্টি ভালবাসা

কেনই বা এত কষ্ট, দুঃখে,বিরহতে ঠাসা,

তুমি যদি হবে আমার সত্যিকারের প্রেম

কেনই হায় বাঁধতে গেলাম মিছে মায়ার প্রেম,

তাই তো আজ আমি  তারে ছুটি দিলাম

শুধু তারে আমি মিছে ভালোবেসে গেলাম।

ভালো থেকো ভালো রেখো স্বপ্ন বিলাস টাকে

স্বপ্ন দিয়ে ভরিয়ে রেখো এ পৃথিবীটাকে।

 

 

Visits: 9

মন্তব্য
Loading...
//rndnoibattor.com/4/4139233