যাপিত জীবনের প্রবাহমান কিছু ঘটনা এবং আমাদের ভবিষ্যৎ ২

0 ৮৯

ঘটনা ১.
________

ক্লাসরুমে প্রবেশ করেই –
– সত্যিই পূজা দেখতে গিয়েছিলাম টিচার।
– তোমাকে যেতে মানা করেছিলাম বাবু, কেনো গেলে?
– বাবা নিয়ে গেছে।
– বাবাকে বলতে যাওয়া যাবেনা, টিচার মানা করেছে, আর আল্লাহ এংরি হয়।
– আমি পড়তে বসলে বাবা নিয়ে যাবে বলেছিলো, তাই নিয়ে গিয়েছিলো, অনেক কিছু কিনেছি মেলা থেকে।
– বাবু ওখানে গিয়ে কি দেখলে?
-পাথরের মূর্তি, আর ওগুলোকে জল রঙ দিয়ে রঙ করেছে। আর ওখানে গান বাজাচ্ছিলো জোরে জোরে, নেচেছিলো অনেকেই।
– তোমারও কি নাচতে ইচ্ছে হয়েছিলো? তোমার ভালো লেগেছে?
– হ্যা! কিন্তু মা তো এখনো আমায় নাচের স্কুলে ভর্তি করায়নি। তাও নাচতে পারিনি।
– জানো টিচার! বাবাকে থ্যাংকিউ বলেছি ওখানে নিয়ে গিয়েছিলো বলে।

#কি মারাত্মক আকর্ষণ ওদের এই পূজা দেখা নিয়ে, এই বাচ্চাকে একবার ও বলাতে পারিনি যাবোনা।

ঘটনা ২.
_________

কথা প্রেক্ষিতে….
– জানো টিচার আজ ঘুম কম হয়েছে আমার।
– কেনো কম হয়েছে? কি করেছো?
– টিভি দেখেছি অনেক রাত পর্যন্ত, আর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছি।
– তোমাদের তো দোয়া বিফোর স্লিপিং শিখিয়েছি! ওটা বলে বলে ঘুমাতে হয়, টিভি দেখতে দেখতে নয়। এরপর আর এরকম করবেনা ওকে!

ঘটনা ৩.
___________

স্টুডেন্টদের প্লে করার সময় একজন কে কাছে জিজ্ঞেস করছি..
– বেবি সারাদিন তুমি কি করো বাসায়?
– টিভি দেখি।
– টিভিতে কি দেখো কার্টুন? মটু পাটলু?
– হ্যা! আর নিক্স দেখি।
– আম্মু দেখে টিভি?
– হ্যা দেখে।
-কি দেখে?
– গান।
– তুমি দেখোনা?
– দেখি! দেখি আর নাচি।

বিঃদ্রঃ
_______

পাকনা এবং এই নিষ্পাপ বাচ্চাগুলোকে দেখে কি যে মায়া লাগে! কত ফট ফট করে কথা বলে যেন কত বোঝে ওরা। এই ফুল গুলো আবর্জনার মধ্যে বেড়ে উঠছে শুধু পরিবারের অসচেতনতার জন্য।
সঠিক গাইডলাইনের অভাবে এই ফুলগুলো অজায়গায় নিজেদের সৌন্দর্য বিলিন করবে। অথচ ওদের সুন্দরের সৌন্দর্য্যের ঘ্রানে পৃথিবীর ঠিকানা পাবার কথা ছিলো।

~ইসু

 

Visits: 3

মন্তব্য
Loading...
//sauptowhy.com/4/4139233