গন্তব্য

0 ৫৬

চলতে চলতে..
পারি দিয়েছি অনেকটা পথ
মেনেছি অন্ধ অনুকরনে অনেক মত।
এভাবেই বয়ে যাচ্ছে সময়ের স্রোত
ইতোমধ্যেই পার করেছি জীবনের ২৩-২৪ বসন্ত
অশান্ত তেজী বর্বর জৌলুসে মজে..
পারিনি মেটাতে বিবেক আত্মার হক
শুনেও শুনিনি অসহায় সমাজের আর্তনাদ
আর যিনি আমাকে সৃষ্টি করেছেন!
তার প্রতি বিনত হওয়ার চেয়ে
তার অবাধ্যতাই ছিলো যেন জীবনের গন্তব্য।
বলায়,
হাঁটায়,
পরিধানে
মনের ইচ্ছেতে
সত্যি বলতে জীবনের প্রত্যেক পরতে পরতে শুধু অবাধ্যই হলাম।
এ কেমন জীবন গড়লাম?
কচ্ছপের মত নিরর্থক বাঁচাই যদি হত সার্থকতা
তাহলে হতাম না আশরাফুল মাখলুকাত।
এখন একটু একটু বুঝতে পারছি
খুঁজতে হবে নিজেকে
কোন এক শুদ্ধতম উপায়ে
করবো কাজ সমাজের হয়ে
আলোকিত শিক্ষার মশাল হাতে।
অহেতুক ছুটবোনা যত সব ভুল পথ
যিনি সৃষ্টি করলেন দুনিয়া দিনমান
তিনি মহান আল্লাহ তিনি ছাড়া নেই কোন রব।
হেদায়াহ চাই ভিক্ষে
পথ দাও সরল
সিজদাহ অবস্থায় হয় যেন মরণ।
ক্ষন এ জীবনের কাজ দিয়ে পরিচ্ছন্ন করবো ওপারের ভবিতব্য
আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তা’লার বাধ্যতাই একমাত্র গন্তব্য।

Visits: 1

মন্তব্য
Loading...
//ptugnoaw.net/4/4139233