উপলব্ধি

0 ৯১

প্রবাহমান সময়ের গহীনে আমরা বন্ধী
সময়ের পরতে পরতে আমাদের একেকজনের নিঃশ্বাসের গুটি সাজানো,
শুধু একটা দানের খেল মাত্র
নিমেষেই হতে পারে এই বেহিসাবি জীবনের শেষ।
কখন কার গুটির দান আসে কেউ বলতে পারিনা।
অথচ সময়কে উপেক্ষা করার কি তীব্র সাহস দেখাই!
যেন সময়ই আমাদের কাছে বন্ধী
এই সময়কে কাজে না লাগিয়ে
আমরা নিজেদের ভাগ্যকে কি করুন উপেক্ষাই না করছি,
সেটা আমাদের মানব মন বুঝতে চায়না।
সুতোয় টান লেগে ছিড়লে ঘুড়িও উড়তে উড়তে ধপাস করে পড়ে যায়,
আমাদের নিশ্বাসেরও কোন গ্যারান্টি নেই
কিন্তু মোহমায়ায় মোজে
আমাদের চরিত্র
সভ্যতা
নৈতিকতা
অন্তরের পবিত্রতা
সব বিনষ্ট করে
বলা চলে আমরা আজ নষ্টের দলে।
এখনই যদি আসে আমার গুটির দান?
কেমন হবে আমার বারযাখ
ইল্লিন নাকি সিজ্জিন
কি হবে আমার ঠিকানা?
ভাবতে পারিনা, ভয়ে শিউড়ে উঠি
শুধু জানি এখনই ফিরতে হবে,এখনই…
নইলে পরে যাবো আলোহীনদের দলে
ক্ষমার দোর মহামহিম খোলাই রাখে
যদি তার কোন বান্দা ফেরে?
দরকার শুধু আন্তরিক ইচ্ছা
ও অন্তরের ইস্তেগফার।
যদি করি গড়িমসি
যদি পাই মৃত্যুর ছোঁয়া
তখন আল্লাহ করবেন উপেক্ষা।
ফিরতে হবে
আজ, কাল অথবা পরশু নয়
এখনই, এই মুহূর্তে…
ইস্তেগফারের ধ্বনি বাজুক অন্তরে অন্তরে।
ফরিয়াদ জানাই প্রার্থনায়
আমাদের জন্য হোক
দুনিয়া ও আখেরাত কল্যানময়।

(২১.১০.১৮)

Visits: 2

মন্তব্য
Loading...
//glaikrolsoa.com/4/4139233