বংশীবাদক

0 ১১৯

সেদিন
সুরের লোভে বিভোর হয়ে
এসেছিলেম ভরদুপুরে
শীতল জলে পা ছড়িয়ে
বসেছিলাম তালপুকুরে

হঠাৎ
বংশীবাদক গেছে থেমে
বনের পথে নীরব হয়ে
শুকনো পাতায় পদাঘাতে
উঠছে কেঁদে মচমচিয়ে

এদিক
বিকেল গেল সন্ধে হলো
পেলাম নাতো কারোর দেখা
তাহার বাশির সুরের লোভে
আসবো হেথা আবার একা

Visits: 0

মন্তব্য
Loading...
//ookroush.com/4/4139233