সময়ের পদচারণ

0 ৯৮

পথের ধারেই প্রতিক্ষীয়মান..কিছু চটপটে সময়!
আলিঙ্গনেই হবে হয়তো আরেকটু চঞ্চল।
আবার পথের ধারেই প্রতিক্ষীয়মান..কিছু বোবা সময়!
আলিঙ্গনেই মিলবে হয়তো অমৃত পেয়ালা,
তাই মাড়াতে হবে একটু আধটু কাদা।
তবেই অন্তরে বয়িত হবে শীতল শান্তির ঝর্ণাধারা।
আমি ভুলে ভুলায়িত, তবুও আশাবাদি
হতাশা যে আমার জন্য গুনাহ!!

পথের ধারেই প্রতিক্ষীয়মান. দু অবয়বের সময়!
আমি সরল সমীকরণেই সুখ খুঁজে নিতে চাই
মাঝে মাঝে একটু তো দ্বিধাতে হারিয়ে যাই।
চটপটে সমীকরণের হাত ধরতে ভীষন মন চায়,
কিন্তু পাঁজরের ওমটুকু লুকিয়ে আত্মবুঝ দেই
এ চটপটে রঙমহলে বিলিন হবার এজাযত যে আমার নাই।

তাই আশায় বুক বেধে
নিজেকে বেধেছি সংযমে।
হৃদনোঙরের আকুলতা পৌছাতে চাই
আরশে মঞ্জিলে..।

Visits: 3

মন্তব্য
Loading...
//upontogeticr.com/4/4139233