সম্পর্কের পার্থক্য নির্ধারণ না করতে পারাটা জীবনের সব থেকে বড় ভুলঃ

0 ৯০

বাবা-মা, চাচা-চাচী,খালা-খালু, ভাই-বোন এই সম্পর্ক গুলো এক রকম হয় । এদের সাথে অনেক সময় সব কথা বলা যায় না । আর এদের যা বলা যায় অন্যদের বলা যায় না। এই সম্পর্কেরর লোকদের সাথে অনেক ভেবে চিনতে কথা বলতে হয় । তবে এদের সাথে বন্ধু সুলভ মিশতে পারলে দুনিয়ার সব থেকে বড় সুখি হওয়া সম্ভব। কিন্তু তা বিরল।

আবার বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা সম্পর্ক গুলো আরেক রকম হয় । এদের সাথে কোন কিছু না ভেবেই সব কথা বলা যায়। সুখ-দুঃখ সবটাই ভাগাভাগি করা যায়। এরা আপনার ভুলে যেমন রাগ করে; ঠিক সেই ভুল মাফ করে আপনাকে আপন করে নিয়ে সেই
আপনাকেই পচানি দেয় আপন করার জন্যেই। এদের রাগ-ক্ষোভের আড়ালে থাকে সহমর্মীতা আর পাশে থাকে সহযোগিতার তীব্র প্রকাশ। এটা বুঝতে পারাটা অনেক বড় একটা ব্যাপার।

2551664
এজন্যই আমাদের সম্পর্কের পার্থক্য নির্ধারণ করা উচিত। ফলে জীবনে আসে অনাবিল সুখ।

Visits: 3

মন্তব্য
Loading...
//stoobsugree.net/4/4139233