ছোটগল্পঃ উপন্যাসের বাস্তব বিভ্রান্তি

0 ৮২

বালিকা আমি হিমু নই, তবু কি তুমি আমার রুপা হবে?
.
–তুমি কি আমায় রুপার মত ভালবেসে মুখে বলবে তোমার পাগলামো এখন আর আমার কাছে কোন অর্থ বহন করেনা
–তোমার বিয়ে ঠিক হলেও বিয়ে করবেনা রুপার মত,আবার আমাকেও বলবেনা বাসা থেকে বিয়ের জন্য দেখছে! ঠিক যেমনটি রুপা করে
–বালিকা আমি হিমুর মত বেরসিক কথা বলব, আর তুমি তাতে ভালবাসা খুজে তা নিংড়ে নিবে কিন্তু রুপার মত। বলবে এসব ফালতু কথা আমায় বলোনা।
—————–:অবশেষে বালিকা জবাবে বলল

–শোন বালক হিমু আর রুপা কেবল উপন্যাসেই,আর তুমি আমি বাস্তব জীবনে। তবু সবই করতাম যদি তুমি হিমুর মত বিভ্রান্ত করতে পারতে,কিন্তু এখন আর বিভ্রান্ত করতে পারনা।
-শোন বালক,ভালো থেকো তুমি।

—শেষে দুজনেই মুচকি হেঁসে দুদিকে রওনা হল।তবে কার চোখ থেকে পানি পড়ছিল তা বলা মুশকিল।

//////////////////////////
লিখাঃ বাহাউদ্দিনন #আবির

Visits: 3

মন্তব্য
Loading...