ফেরিওয়ালা

0 ১০৫

আমি,

চুলে পাক ধরা এক ফেরিওয়ালা।

যে যাই বলুক আমি চলি নিজের মত,

ফেরি করি যা!  তা নিতে পারে

শুধুই বিশ্বাসী হিম্মতওয়ালারা।

তারা নয়কো পেশীবহু,  তাদের অন্তর চিরসবুজ।

তাদের হিম্মতের কাছে হার মানে হিমালয়,

যায়না টালানো একটু এদিক সেদিক;

দেখেই মনে হয় যেন সীসা গলিয়ে এক প্রাচীর।

কত খেয়েছি হোঁচট!

পড়ে গিয়ে দাঁড়িয়েছি, হেটেছি পথের পর পথ;

এতটুকু স্বস্তির জন্য কখনো পাল্টাইনি মত।

এ কাজে নেই জরা, ক্লান্তি

শুধু মেলে মন ও হৃদয়ের প্রশান্তি।

চলতে গিয়ে কাঁটা ফুটেছে কতবার!

দুমড়ে মুচড়ে সব, ফেরি করছি অবিকল।

Visits: 1

মন্তব্য
Loading...
//koophaip.net/4/4139233