চাঁদ যে এলো ঘরে

0 ৮৭

ফালি ফালি মেঘের ফাঁকে , চাঁদের উঁকি ঝুকি,
রচে যেন আকাশ ঘিরে আলোর আঁকি বুকি ।

হাজার তারার নীলাভ আলোয় মুগ্ধ বসুন্ধরা ,
নহর যেন বইছে আলোর কেমন অবাক করা ।

মুক্ত পাখি পাখ ছড়িয়ে খুশির দোলায় নাচে,
হিমালয়ের উচ্চ শিখর লাজে লুটায় নীচে ।

বলতে পারো! কেন এত বইছে খুশির বান??
তামাম জগত্ জুড়ে কেন আলোর ঐকতান ??
কিরণ রবি বলল হাসি এলো যে ” ফারহান ” ।

12295452_1639229796346608_4782874207521055802_n

Visits: 0

মন্তব্য
Loading...
//meenetiy.com/4/4139233