হাওয়াই মিঠাই

0 ১২০

এক পিচ হাওয়াই মিঠাই!
এ বসন্ত ফাগুনে,
মনেরও গহীনে চুপ চুপ আগুনে
বিগলিত হলেও!
আবার মনেরই গহীনে এক শক্ত পাথর বসাও
যাতে আগুন, ফাগুন, উচ্ছসিত আবেগ থুবরে পড়ে।
মিশে যাক তবে দুর আকাশের মেঘের ভিরে।।
বসন্ত শুধু হোক শুদ্ধ আগমনী বার্তা,
শুদ্ধ ভালোবাসায় পূর্ণ।
ফাগুনের আগুনে পুড়ে যাক
যাবতীয় অপবিত্রতা।
জন্ম নিক প্রতিক্ষণে মুহূর্মূহ দিবস
দুর হয়ে যাক ভালোবাসা নামক হাহাকারের শূণ্যতা।
তবে এ ন্যাকামো কাকুতি আর নয়!
শব্দে নামুক, চাহনিতে খেলা করুক, চলায় নয় কেন!!
জীবনে নামুক পবিত্র বৃষ্টির পশলা।

Visits: 2

মন্তব্য
Loading...
//grapseex.com/4/4139233