সন্দেহ’ খুবই কার্যকরী ঔষুধ!

0 ৯০

কথা বলতে বলতে পাশ কেটে যাওয়া, ভিন্ন প্রসঙ্গ টেনে আনা কিংবা মনে কোনো একটা বিষয় নিয়ে কোনো আগ্রহই নেই অথচ অন্যের সামনে এমনভাবে বর্ণনা করা যে, মানুষ ভুল বুঝে ফেলে- আমাদের আচরণে এমন কোনো মনোভাব কিঞ্চিত পরিমাণও রাখা উচিত নয় যাতে অপরব্যক্তির মনে সন্দেহ সৃষ্টি হয়। কারণ যেকোনো সম্পর্ক ভাঙতে বা শিথীল করতে ‘সন্দেহ’ খুবই কার্যকরী ঔষুধ।

 

এপ্রসঙ্গে একটা হাদিসের উল্লেখ আশাকরি খুব যথার্থ হবে যার বর্ণনা কিছুটা এমন- একরাতে মুহাম্মাদ সাঃ উনার এক স্ত্রীর সাথে হাঁটছিলেন। পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই সাহাবীকে ডেকে তিনি বিষয়টি পরিষ্কার করে দিলেন যে- যে নারীর সাথে তিনি হাঁটছেন তিনি তাঁর স্ত্রী সাফিয়া বিনতে হুওয়াই। তখন সাহাবীরা বললেন- সুবহানাল্লা! আমরা কি আপনার ওপর সন্দেহ করতে পারি? লক্ষ্যণীয়, নবীজী যদি এ বিষয়টি নাও তুলতেন, তাহলেও হয়ত সাহাবীরা সন্দেহ করতেন না। তবে শয়তানের ষড়যন্ত্র তথা সামান্য সন্দেহ থেকে নিরাপদে থাকার গুরুত্ব বুঝাতেই তিনি বিষয়টি পরিষ্কার করলেন।
উল্লেখ্য, অনেক সময় আমাদের নিরবতাও অন্যের মনে সন্দেহ সৃষ্টি করে। তাই সবসময় নিজের দিক থেকে পরিষ্কার থাকা উচিত।

Visits: 0

মন্তব্য
Loading...
//whoursie.com/4/4139233