শুদ্ধতার প্রতীক্ষা

0 ৫৪

সময়ের এককেকটা সিড়িতে ভিন্ন ভিন্ন কাঠিন্য মেশানো

ভিন্ন স্বাদ, ভিন্ন মমতা, ভালোবাসা নিয়ে অপেক্ষিত।

কখনো কখনো আবেগি সময় ভীষণ জড়িয়ে নেয়!

হারিয়েও যাই রঙমহলের গহিনে।
আবার কখনো কখনো সময়ের শাসন ভেতরটাকে নারিয়ে দেয়!
তখন চুপ করে যাই, স্তব্ধ হয়ে সামনে তাকাই….
ধূসরতার এক বিশাল আবরণ ঢেকে দেয় দুটি চোখ,
চোখ কচলে আবার তাকাই..তীব্র কাটার এক পথ আবিস্কার করি,
দেখি কেউ নেই পাশে, একার পথ একাই চলে যেতে হবে সময়ের শুদ্ধ তীরে।
আসলে সময়ের সিড়িতে টিকে থাকার যোগ্যতা সবার থাকেনা!
আমিও তাদের মধ্যে একজন….
তাই পাঁজরের গহীনে ব্যথা নিয়ে ঘুম যাই,
নতুন এক আবির রাঙা ভোরের প্রতিক্ষায়।
যে ভোরেরর শিশিরে সুর ওঠে পৃথিবী বদলাবার,
সে ভোরের আবিরে স্বপ্ন দেখা প্রত্যেকটা মানুষের স্বপ্নে জন্ম নিবে পবিত্রতার বিশাল গাছ।
আমরা হেরে যাওয়া মানুষ নাহয়!
সে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিবো।

Visits: 0

মন্তব্য
Loading...
//hoglinsu.com/4/4139233