শহর আমার গাঁ

0 ৯৪

ছুটির দিনে সব কোলাহল থেমে,

আচমকা এক নীরবতা
আসল কেমন নেমে।
আশেপাশে পাখির কুজন
হরেক রকম ডাকে,
হঠাৎ আমি দেখছি আমায়
গাঁয়ের কোন বাঁকে।

গাড়ি ঘোড়ার নেই কলরব
চলছে না তো লরী,
শহর কেমন শান্ত নীরব
স্নিগ্ধ রুপের পরী।
চারধারে সব উঁচু দালান
যেন সবুজ গাছ!
গাছে গাছে লক্ষ পাখির
আনন্দ – উচ্ছাস!

আমি যেন সবুজ বনে
সতেজ বাতাস বুকে,
পাখির মতোন নীল সীমানা
পেরুবো এক ফুঁকে।
ছুটির দিনে এমনি করে
শহর আমার গাঁ,
শহর থেকেই গাঁয়ের সুবাস
না বাড়িয়ে পা।

12592265_1675692016033719_5245400540839980411_n

Visits: 1

মন্তব্য
Loading...
//phaitaghy.com/4/4139233