মিথ্যের পিঁপড়ে

0 ১১২

নিদ্রা নামুক পাপের চোখে,
নাহয় অন্ধ হয়ে যাক?
কিছু মানুষ মুক্তি পাক বিষ পলক হতে।
বুনো কাটায় পা না কেটে
একটু রক্ত ঝরুক সত্যের তলোয়ারে!
সত্যের ধারকের বুক হতে হয় বিশাল জমিন.
যেথায় কষ্টের বৃষ্টি ঝরে,শিলাও পড়ে
পশুর ন্যায় অন্ধ নফসের চাওয়াকে কবর দিতে হয়।
তুমুল জ্বলোচ্ছাসে সত্যের কুটো ধরে ভাসতে হয়
কখনো বিলীন হয়েও যেতে হয়!
সত্যের ধারকেরা এমনই হয়…
চাওয়া পাওয়ার সফলতায় নিমগ্ন থাকেনা
চেষ্টার পরিশুদ্ধতা অর্জনই তাদের সফলতা।
সত্যের বল্লমে দ্বিখণ্ডিত হোক
ছিন্ন ভিন্ন হয়ে যাক পাপের চোখ।
মিথ্যার পিঁপড়া গর্তের খিল আটুক,
নাসিকারন্ধ্র নষ্ট হোক
লোভের চিনির গন্ধ না পেয়ে পাগল হয়ে ঘুরুক।
সত্য একটু আলো দেখুক!
সত্যের আলো আর স্বাভাবিক আলো মিলে তৈরি হোক তীব্র আলো,
যাতে পথ চলতে গিয়ে ভুলে কেউ গর্তে না পড়ে।
আর হিংস্র পিঁপড়ের কামড় না খায়।

Visits: 0

মন্তব্য
Loading...
//ookroush.com/4/4139233