পথ

0 ১০৭

পথের সন্ধ্যানে..
পথ ঘুরে ঘুরে
ক্লান্ত অবসন্ন মনে চোখ মেলে দেখি,
ঠায় সেখানেই দাড়িয়ে আছি!
যেখানের বাতাসে শুনি শুধু অন্যায়ের ফিসফিসানি।
আর চারদিকে লোলুপ দৃষ্টি
যেন খুবলে খাওয়ার লোভে
সবাই শুধু আমাকেই দেখে।
চরম বিকৃতির খোলস পড়ে
প্রত্যেকেই সেজে আছে যেন মানবতার গিরগিটি।
পথের সন্ধ্যান না মেলে!
যদিওবা মেলে, না দাড়াতে পারি পোক্তভাবে?
বুকটা দরফর করে..
মুক্তির ঝান্ডাধারী সবাই কি হতে পারে?
অন্যায়ের অজস্র বাদামি ধুলো
কিভাবে ঝাট দিবো এত কমজোর ঈমান নিয়ে?
সম্মিলিতভাবেই আমাদের ঈমানে কালো দাগ পড়েছে।
তাইতো অন্যায়ের গাছ ফুলে ফুলে ভরেছে।
আর কত অন্ধকারের পুকুর তৈরি হলে
আমাদের ঈমান জেগে উঠবে?
তাই অজানা আশংকা বুকে নিয়ে..
অশান্ত চিত্তে প্রশান্ত হবার লোভে
বারবারই ধরণা দেই রহমানের দরবারে।
আর করুন ভিক্ষা জানাই
আমরা সবাই যেন দাড়াতে পারি
শুদ্ধতম পথের কিনারে।

Visits: 2

মন্তব্য
Loading...
//bauzoanu.com/4/4139233