কলমের মার্ক টোয়েন

0 ১০৪

১.

মার্ক টোয়েনের বিখ্যাত সেই গল্পটা আমাদের সবারই জানা আছে।

মার্ক টোয়েনের এক বন্ধু মার্ক টোয়েনের কাছে বেড়াতে আসে।মার্ক টোয়েনের রুমে দেখে,মাটি থেকে ছাঁদ পর্যন্ত বই ঠাসাঠাসি করে রাখা।বন্ধু মার্ক টোয়েনকে জিজ্ঞেস করে-এত বই মাটিতে না রেখে সেল্ফে রাখলেই পারো,তাহলে বইগুলো নষ্ট হবেনা।

মার্ক টোয়েন কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলে-বই তো সবাই ধার দেয়।কিন্তু সেল্ফ তো কেউ ধার দেয়না।

২.

উপরেরটা তো মার্ক টোয়েনের বইয়ের গল্প।কিন্তু আমার এক দোস্তই যে কলমের ক্ষেত্রে মার্ক টোয়েন হয়ে বসে আছে,সেটা পাঁচ বছরে একসাথে থাকার পরও টের পাইনি।

আজ বাহির থেকে ফেরার সময় চা এর দোকানে তার সাথে দেখা।একসাথে আসতে আসতে বলছে-দোস্ত,তোর কলমটা দে…

-কেন?তোর কলম কই?

-নাই।কাল এক্সাম আছে।এখন কলম লাগবে।

-রুমে চল।সেখান থেকে দিবোনে….

রুমে ফিরে রুমের কলমটি খুজে পেলামনা।অন্য একটি লাল কলম দিয়ে দিলাম।বললাম-কলম খুজে পেলে ওটা দিবোনে।

কিছুক্ষণ পর একটি কলম নিয়ে তার রুমে যাই।বলে-অন্য একজনের কাছ থেকে একটি কলম পেয়েছি।তোরটা আর লাগবেনা।

কলম নিয়ে ফেরত চলে আসছি।ও ডাক দিয়ে বলছে-কলম নিয়ে এসে ফেরত নিয়ে যাচ্ছিস কেন?দিয়ে যা..

বললাম-তুই তো কলম পেয়েই গেছিস।আবার চাচ্ছিস কেন?

বললো-দ্যাখ দোস্ত….ছাত্রজীবনে একটা কলমও কিনিনি।সব লেখালেখি অন্যদের কলম দিয়ে চালিয়ে দিছি।এখন কি ছাত্রজীবনের শেষ মুহূর্তে এসে রেকর্ডটা ভেঙ্গে ফেলবো?

-নাহ।তুই রেকর্ড ভাঙ্গবি কেন?তোর আরো কলম লাগলে আমি দিবো।তুই মরার আগে তোর জীবনীতে এই কলমের রেকর্ডটা লিখে রেখে যাস।যাতে আরো ছেলেরা কলমের মার্ক টোয়েন হতে পারে।

৩.

ক্যাম্পাস লাইফে যে পরিমাণ লেখালেখি করেছি,তাতে সারা বছরে একটা কলমও শেষ করতে পারার নয়।কিন্তু তারপরও প্রতি মাসে ৪/৫ টি করে কলম কিনতে হয়েছে।একদিকে কলম কিনেছি,আরেকদিকে কলম সমান গতিতে হারিয়েছি।

ক্লাসে কোন ফ্রেন্ড হঠাৎ করেই বললো,তোর কলমটা দে তো।

দেওয়ার পরে লেখা শেষে সেও মনের ভুলে কলম নিজের পকেটে ঢুকিয়ে ফেলে,আমারও মনে থাকেনা।

অথবা দেখা যায়,হাত বদলাবদলি হতে হতে কলমের সন্ধান খুজে পাওয়া কঠিণ হয়ে যায়।

আর কোন জায়গায় কলম রাখার পর সেটি যে কি দুরন্ত গতিতে হাওয়ার বেগে হারিয়ে যায়,সেটি নিজেও বুঝে উঠতে পারিনা।

এটাই কলমের জীবনের ইতিহাস…..কারো কলম কেনা শেষ হয়না আবার কারো কখনো কলম কিনতেই হয়না।

Visits: 4

মন্তব্য
Loading...
//meenetiy.com/4/4139233