এক টুকরো শান্তি

0 ৮০

আমি চাঁদের কাছে যাব,
সেখানে একটি পরিপূর্ণ,টইটম্বুর
সরোবর আছে…
যেখানে লালপদ্ম দোল খায়,নির্মল সমীরণে…।
আমি মঙ্গল,শনি বৃহস্পতি গ্রহে যাব
যেখানে আকাশের রং গোলাপী-ধূসর,লাল জমিন,
পাথুরে শক্ত মাটি…সেই পাথর কাঠিন্য আমি
চাই আনমনে…।
আমি উল্কা,নীহারিকা,ছায়াপখ,গ্যালাক্সি
এমনকি সূর্যের কাছেও যেতে চাই…
কারণ, এক টুকরো শান্তি আমার চাই…।
পৃথিবীর অলিতে-গলিতে হেঁটেছি অবিশ্রাম
কিন্তু, শান্তি! সেতো অধরা-আলেয়া এক রহস্যাবৃত…
তাই,এক টুকরো নির্ভেজাল শান্তির খোঁজে…
এক টুকরো শান্তি আমার চাইই…
হোকনা সেটা পাথুরে শক্ত…
কিংবা কয়েকটি লালপদ্ম,
যা দুলছে অবিরত…।

Visits: 8

মন্তব্য
Loading...
//lidsaich.net/4/4139233