ইস্ যদি এমন হত… !!!

0 ৯১

ছোটবেলায় লিও তলস্তয়ের কয়েকটা বই পড়েছিলাম পড়তাম আর ভাবতাম ইস্ যদি এরকম হত সব কিছু..

“বোকা ভূত” জীবনে প্রথম পড়া বই; বইটাতে একটা ভূতের বাচ্চা মানুষ হতে চায় । মানুষের শিক্ষা দেখে ভূতটার মনে খুউব ইচ্ছা জাগে শিক্ষিত হতে ; সে চায় মানুষের মত বিবেকবান হতে; সে মানুষের ভালোবাসা দেখে খুউব অবাক হয়ে যেত ;তারও ইচ্ছা জাগে সবাইকে মানুষের মত ভালোবাসতে… অন্যান্য ভূতের বাচ্চারা যখন মানুষকে বিরক্ত করত তখন সে বারন করত এর জন্য উত্তম-মধ্যম ও খেতে হত তাকে; কেউ তাকে বকা দিলে সে সুন্দর বোকা বোকা একটা হাসি দিত;কেউ রাগ করলে তাকে হাত ধরে সরি বলত …. ভূতের বাচ্চাটা সবার কাছে বোকা হিসেবেই পরিচিত আর এভাবেই সে বড় হতে থাকে.. ”

গল্প গল্পই তারপরও কেনযেন ওই কাল্পনিক গল্পটাকে বাস্তব বানাতে ইচ্ছে করে মাঝে মাঝে; বোকা ভূতের উদার ভালোবাসা পুর্ণ বিবেকটাকেই ভালো লাগে…

ইস্ আমরা যদি এরকম উদার হতে পারতাম!!

প্রচুউর জানি কিন্তু মানতে একটু প্রবলেম .. আমরা জানি হাসি দিয়ে একটি কথা বলাও সদকা কিন্তু কেউ যদি এমন কোন কথা বলে যেটা আমার ইগোর একহাত উপর দিয়ে গেলেও মুখটা হেমলোক খাওয়ার মত হয়ে যায়..

Visits: 2

মন্তব্য
Loading...
//intorterraon.com/4/4139233