আকাশ নাবিক

0 ১৩৬

চোখের ভেতরে মোমবাতি জ্বেলে দেয় যে অভিযাত্রিক,
তারে অামি অাকাশ-নাবিক বলি..
সে অামাকে ঊষর প্রান্তরে সবুজ বৃক্ষের গল্প শোনায়,
দূর্গম পথে পথ চলতে চলতে দৃঢ়কন্ঠে শুধায়,
“বলতে পারো,তোমার কলম দিয়ে চাষ করেছো কতগুলো মানবহৃদয়?
কতটা সাম্যের গেরস্থালী করেছো বিভেদের পৃথিবীতে?
কতখানি দূর্বিনীত হয়ে ফিরে গেছো অন্যায়ের বাহুরোধ করতে?”
অামি নির্বাক বিহ্বল হয়ে রই…
সত্যিই,বেতস বাগান পেরিয়ে গিয়ে ধূ ধূ বালির মাঝে মহীরুহ হওয়ার রসদ কই অামার!
কোথায় অামার অাল-অাহাদের প্রতি বিনীত উচ্চারণ!
হায়!
অামি তো মৃত মাছের মতো ভাবলেশহীন দৃষ্টিতে পৃথিবী দেখতে শুরু করেছিলাম…
অামি তো ভীরুতার শরাব পিয়ে সাহসের ঘোড়াকে বন্দী করে রেখেছিলাম বুকের সিনায়।

অাকাশ-নাবিক!
তোমার প্রখর জিজ্ঞাসায় যদি ঘুম ভেঙে যায় কোনো নির্লিপ্ত মানুষের,
তবে তুমি তোমার প্রশ্নমালাকে চিরস্থায়ীভাবে ঝুলিয়ে রেখো কওমের গলায়,কেমন?

Visits: 6

মন্তব্য
Loading...
//dubzenom.com/4/4139233