দায়ীর বৈশিষ্ট্য

0 ১২৮

একজন দায়ীর জন্য এক্সট্রিমিজম হওয়াটা অতি জরুরী।যদি দায়ী ব্যক্তিরা ইসলামের ব্যাপারে ছাড় দিতে থাকেন,তাহলে ইসলামের অনেক বিষয় জনসাধারণের নিকট অবমূল্যায়িত হতে থাকে।
সাধারণ মুসলিমের জন্য এক্সট্রিমিজম হওয়ার কোন দরকার নেই।তাদেরকে কেউ ইসলামের জন্য অনুসরণীয় বা অনুকরণীয় ব্যক্তিত্ব বলে মনে করেনা।তাদের অসংখ্য কাজ ইসলামের সাথে সাংঘর্ষিক হলেও সেটাকে ইসলামের দোষ হিসেবে উল্লেখ করার সুযোগ নেই।
কিন্তু একটি ছোট্ট জামে মসজিদের ইমাম সাহেবও ইসলামের ব্যাপারে কোন ভূল করে থাকেন,তাহলে সেটা সেই অঞ্চলের মানুষের কাছে ইসলামের ভুল হিসেবেই উপস্হাপিত হয়।ঐ অঞ্চলের মানুষের কাছে তিনি ইসলামের প্রতিনিধিত্ব করে থাকেন।
যার তার ইসলামের দায়ী হওয়ার সুযোগ নেই।ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা না রেখে ও ইসলামী আচরণ ও বৈশিষ্ট্য গড়ে না তুলে ইসলামের কথা বলাটা অপরাধের পর্যায়ে চলে যায়।
কিন্তু আমরু বিল মা’রুফ ও আনহি আনিল মুনকার করা সকল মুুসলিমের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য।
Like

Visits: 17

মন্তব্য
Loading...
//stoobsugree.net/4/4139233