ইসলামি পোশাকের বিরুদ্ধে স্লোগানই কি অসম্প্রদায়িকতা কিংবা তথাকথিত প্রগতিশীলতা?

0 ১২৯

নতুন ভার্সনে অসম্প্রদায়িকতার ডক্টরেট দরবেশের উত্থান!! ওয়ান কোয়ার্টার, দেড় কোয়ার্টার, পাশ্চাত্যের আদলে শর্ট পোশাক আর স্বল্পবসনার নির্ভেজাল ভক্ত!! তিনি আর কেউ নন! প্রাইভেট বিশ্ববিদ্যালয় IUBAT’র ভিসি মশাই! জাতির Upcoming চেতনা সাপ্লাইয়ার! পুরাতন ভার্সন হচ্ছে পাবলিক বিদ্যাপীঠেও মহিলা/পুরুষ প্রগতিশীল দরবেশরা দাঁড়ি, টুপি আর হিজাবকে-সেকেলে দাবি করে হরহামেশাই জ্ঞান নসিয়ত করেন!!
যাক গে! মিয়া সাহেব নাকি ইসলামি লেবাসের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন!! এইডা কেমন কথা? অসম্প্রদায়িক চেতনাও লালন করবেন আবার জিহাদও করবেন!! জিহাদ বুঝি অনৈসলামিক শব্দ?? নিশ্চয়ই আয়োডিনযুক্ত চেতনার অভাব ছিল!! নয়তো যুদ্ধ না বলে জিহাদ বলবে কেন?
অন্যদিকে ছোটখাটো পোশাক যদি অসম্প্রদায়িকতার পরিচায়ক হয়, তাহলে আফ্রিকা মহাদেশের জংলিরাই তো বিশ্বসেরা অসম্প্রদায়িক…….

Visits: 1

মন্তব্য
Loading...
//oudsutch.com/4/4139233